পৃষ্ঠাসমূহ

এক আঁধারে রাত্রি যাপন

এক আঁধারে রাত্রি যাপন
আবুল কাসেম তারা
--------------------
এই হলো মোর আলোর দেখা
ভোরের শিশির এখনো মাখা
এক আলোতে অবগাহন
এক আঁধারে রাত্রি যাপন
এক পৃথিবীর এ’পাশ ও’পাশ
একটি মাত্র আছে আকাশ।
উত্তরে তোর সোনার কুটির
দক্ষিণে মোর গৃহ মাটির
তার মাঝে এক দূরন্ত পথ
তার কুটিরেই আবদ্ধ সখ
এক আলোতে ঘুরে-ফিরে
এ’পাশ ও’পাশ কত দূরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন