পৃষ্ঠাসমূহ

অনন্ত মায়া

অনন্ত মায়া
আবুল কাসেম তারা
--------------------
ডান ও বাম সীমানার বৃত্তে আছি একটি ক‍চুরি ফুল,
যদি বলো গোলাপের মত দেখতে লাগে, নহে ভুল।
অনন্ত মায়া কুল বৃক্ষেও দৃশ্যমান হয় অপূর্ব ফুল।
হে মাটির প্রতিমা! চারদিকে এত বৈষম্য কেন?
সাদা, কালো, লাল, নীল সবইতো নামে রঙ,
তবে কেন একই বস্তু পৃথক পৃথক মূল্যে করে ঢং?
এইতো আকাশের মাথায় সূর্য্যের মহা কেতন,
উদয় থেকে ক্রমশ তার বিস্তার দেখি তীব্র নাচন,
বাস্তবতা হল শেষান্তে তার নিশ্চিৎ মলিন পতন।
এখনো বিকেল হয়নি প্রিয় কুহেলিকা!
প্রভাত পেড়িয়েছি, অনন্ত প্রেম নিয়ে করবে দেখা?
ভর দুপুরেই গান থেমে গেলে হয়ে যাবো চির একা।
তুমি আসলেনা, সোনার মুকুট রইল পড়ে!
আসলে, বিকেল গড়িয়ে অস্তাচলে যখন বহু দূরে,
দু’ফোঁটা জল মিলে গেল অনন্ত মায়ার সীমানা জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন