পৃষ্ঠাসমূহ

হুর পরীটি


হুর পরীটি
আবুল কাসেম তারা

জানতে চেয়ে বলো যদি দেখতে তুমি কেমন?
সত্যিটি তাই ভেবেই বলি দেখতে তুমি যেমন-
চক্ষু দুটো বন্ধ করে, জাগৎ টারে ঘুরে দেখি,
তারার মহল নীলের সীমায় ফেলছি দুটো আঁখি,
সাতটি আকাশ পাড়ি দিয়ে সঙ্গে তোমার ছবি নিয়ে,
সেখান থেকে অনেক দূরে দেখতে পেলাম স্বর্গে গিয়ে-
এবার আমি বলছি শোন দেখতে তুমি কেমন,
স্বর্গে বসা নীল নয়না হুর পরীটি যেমন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন