পৃষ্ঠাসমূহ

ত্যাগের মহিমা নির্ভর মানুষ

ত্যাগের মহিমা নির্ভর মানুষ
আবুল কাসেম তারা
===============

আমিতো পৃথিবীর বুকের পৃষ্ঠ বিলিয়ে দিয়েছি তোমায়
তুমি যে চারিবে যতনে বুকেতে বাঁধবে সুখের আলয়
মানুষ তুমি কিসের নেশায়  দাঁড়িয়ে আছো ভেবে কি দেখেছো আমায়?
কোথায়
ভেবেকি দেখেছো

আকাশের চাঁদর দিয়ে ঢেকে রেখেছে
মানুষ ছায়া পাবে বলে।

সমুদ্র জল প্রবাহ করে জীবনকে বাচিয়ে রেখেছে
মানুষ বাচবে বলে।

সূর্য্য নিজেকে পুড়িয়ে আলো জ্বালিয়ে দিচ্ছে
মানুষ দেখবে বলে।

রাত আধার হয়ে প্রশান্তির ঘুম পাড়িয়ে দিচ্ছে
মানুষ ঘুমাবে বলে।

বৃক্ষ আপন ফলসমূহ বিলিয়ে প্রাণের ক্ষুধা মেটাচ্ছে
মানুষ ক্ষুধার্ত বলে।

পশু-পাখি আহার হয়ে দেহকে উৎসর্গ করছে
মানুষ শ্রেষ্ঠ বলে।

প্রাকৃতিক শত কোটি দাসত্বে যে প্রাণ লালিত হচ্ছে
তা অতি পবিত্র বলে।

নিঃস্বার্থ ত্যাগের মহিমা নির্ভর এই মানব প্রাণ কি
স্বার্থপর হলে চলে?

প্রেমময় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কেন আজ মানুষদের লুট করে চলে-
মানুষকি এখন আর মানুষকে মানুষ বলে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন