পৃষ্ঠাসমূহ

শাহিনের চোখের ডগায় ছল ছল জল

শাহিনের চোখের ডগায় ছল ছল জল
আবুল কাসেম তারা (২৯ নভেম্বর’১৬, রাত ৯.১৩)
--------------------------------------------------
আজ আমি এক ভাইয়ের চোখের ডগায়
ছল ছল জল দেখেছি!
যেন চোখ থেকে বিসর্জিত হয়ে মাটিতে প্লাবিত হবে!
আজ দেখেছি, ভাইয়ের শূণ্যতায় কেমন কষ্ট লাগে!

একাত্তরের আটাশ নভেম্বর পর্যন্ত-
তিন ভাই গলায় জড়িয়ে শুয়ে ছিল এক খাটে,
বড় ভাই মনির, শাহ আলম আর ছোট ছিল শাহিন।
ভাইয়ে ভাইয়ে মায়ের কোলে থাকতো অমলিন।

সেদিনের সেই রাত পোহাতেই ঊনত্রিশ,
সে এক বিক্ষিপ্ত ভয়ানক লালচোখা ঊনত্রিশ!
বর্বরদের মারণাস্ত্র তাক করে রাখা ঊনত্রিশ!
মনির ও শাহ আলমের বুক সেদিনই ছিদ্র করে দিল!
মা মা চিৎকারে মাটির পৃষ্ঠে ঢলে পড়ল!
সেদিন থেকে ঘরে ফেরা হলোনা দু’ভাইয়ের,
সেই খাটটি কখনো পূর্ণ হলোনা শাহিনের!

ঊনত্রিশ আসে ঊনত্রিশ যায়, ভাইতো কভূ আসে না!
দীর্ঘ পঁয়তাল্লিশ অতিক্রান্ত হল বুক ফেঁটে যায়!
প্রাণটা গুমড়ে গুমড়ে কেঁদে চোখ প্লাবিত হয়!
ঊনত্রিশ এলেই মিনার থেকে ভাইয়েরা ডাকে!
মিনারে দাঁড়িয়ে হতাশায় বুকটা, আহ! কেমন শূণ্য লাগে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন