পৃষ্ঠাসমূহ

বিনিদ্র দামি পান্না

বিনিদ্র দামি পান্না
আবুল কাসেম তারা
-----------------------
আমি চোখ থেকে ঝরতে দেখেছি কারো শীতল কান্না,
আড়ালে লুটিয়ে গড়াতে দেখেছি বিনিদ্র দামি পান্না।
জলহীন নির্বাক নিস্তেজ বিনম্র তার অপূর্ব চাহনি
যেন নুয়েপড়া সবুজ পাতার মতই মলিন মায়াবিনী।

কাঁটালতায় বিঁধে বিঁধে জ্বলতে ছিল আমার ঝাঁঝরা হৃদয়
ঐ চোখ ডাহুকের চোখ, ডাহুকের মতই তাকিয়ে ছিল তন্ময়!

পায়রার ছানা চোখ তুলে যেভাবে পলক ফেলছিল
পরম মিত্রের পানে সেও সেভাবেই বিনম্রে দেখছিল।
রাঙা বদন জুড়ে আঁচড়ের দাগ, তবু সে পায়নি ব্যথা
পাষানের বিকৃত গালাগাল শুনে, তবু সে বলেনি কথা।

মৃত্তিকার কোলে এভাবে কতো ফুল নিভৃতে কাঁদে হায়
অনাদরে সোনারঙ পুড়ছে, তবু সে পাষানের পায়েই লুটায়।

অভিনব ফুল, সে যে বুকের মধু কিছুই রাখে না বাকি,
নেশার পেয়ালার মতই তুলে ধরে তার পুজোর বাটি,
কামনার তীব্র প্রলয় গড়িয়ে যায় নিশীথের অন্ধকারে,
তারার পৃথিবী জুড়ে কামুক সিংহটি সুখে কেশর নাড়ে।

 তবুও শিউলীদের মধুর কীর্তিতে কৃতজ্ঞ থাকে না অনেকেই
অধরের মিহি চুম্বনের স্বর্গীয় স্বাদ লুফে নিয়ে থাকে কেহ বক্রই।
কাঁটালতায় বিঁধে বিঁধে জ্বলতে থাকা শিউলীদের কোমল হৃদয়
প্রণয়ের টানে, ডাহুকের মতই চোখ তুলে তাকিয়ে থাকে তন্ময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন