পৃষ্ঠাসমূহ

অন্তিম স্বাধীনতা

অন্তিম স্বাধীনতা
আবুল কাসেম তারা
----------------------
মৃতেরা আসছে যাচ্ছে অপমৃত্যুর পথ বেয়ে
যাচ্ছে বিকৃত খুনের বেশে, ধর্ষিতার বেশে
কখনো খাঁচায় অবরুদ্ধ হয়ে যাচ্ছে ভেসে
কবরের অন্তিম দুয়ার দিয়ে স্বাধীন দেশে।

কৌশল আর অপকৌশলের ভাঁজে ভাঁজে
গুপ্ত লাশের খাঁচায় অজ্ঞাত ফাঁদ পাতা আছে
সহসা সরলেরা হোঁচট খেয়ে ফাঁদে জড়ায়
কোন ভুলে কখন আচমকা প্রাণটা হারায়।

জলে গলন্ত লাশ, সড়কে, নির্জন মাঠে ঘাটে
থাকে সৈনিকের লাশের মিছিল নিরাপদ ব্যারাকে
গৃহে, ভূগর্ভে, বিদ্যাপিঠের সিঁড়ির পাশে
লাশ যায় অন্তিম দুয়ার দিয়ে স্বাধীন দেশে।

আপদ বিপদে ঘেরা অনিরাপদ পৃথিবী ছেড়ে
আঘাতের চিহ্ন বহন করে অসহায় চিৎকারে
অমানবিক পৃথিবীর মানবের নির্মম পরিহাসে
লাশ যায় অন্তিম দুয়ার দিয়ে স্বাধীন দেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন