পৃষ্ঠাসমূহ

সেই তুমি

সেই তুমি
আবুল কাসেম তারা
--------------------
অনেক বছর পর-
বহু পুরনো ফাইল খুলে দেখি সেই তুমি!
চক্ষু দু’টো মনের ক্যানভাসে তাকিয়ে সেই আগেরই মতন।
তোমার বাক্য গুলো- বর্ণমালা; নিঃশব্দে ঘুমিয়ে তখন।
কাগজের রঙ কবেই ঘোলাটে হয়ে গেছে
বর্ণ গুলো কিছুটা মলিনও হয়েছে।
গিয়ে দাঁড়ালাম একুশ বছর বয়সের কাছে-
তুমি খিল খিল করে হেসে উঠলে
বিলুপ্ত সেই আম গাছটাও জীবন্ত তোমারই পাশে,
তুমি হাত বাড়ালে আমি ঠোঁট ছুঁয়ে দিই
অতঃপর কখন যে হারিয়ে গেলে!!
অনেক বছর পর পুড়ে দগ্ধ হলাম
পুরনো ভাজ করা কাগজটি ভাসিয়ে দিলাম।
প্রেম টুকু শুধু প্রেমের ঘরেই রয়ে গেল
তুমি নাই, আমি নাই
আমাতে তোমাতে বিসর্জন হল
প্রেম ছুঁয়ে গেল, রয়ে গেল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন