পৃষ্ঠাসমূহ

কষ্টের রূপ

কষ্টের রূপ
আবুল কাসেম তারা
------------------

বলতো কষ্ট টা কি? কষ্টকে দেখতে কেমন?

ফুলের বুকে মৌলোভা পতঙ্গের অমিয় চুম্বনে
ছটফটে মরে যায় প্রজাপতির ছোট্ট জীবন!

ফুল দুলে যায় মক্ষিকার তীব্র আশায় আশায়
ফুলের সে মধু ফুলেই মজে হয় না পরাগায়ন!

কখন ফুলের বুকে বিষ ঢেলে গেছে রুক্ষ চাষায়
হবে ফুল থেকে ফল চাষা নির্বোধ ফলের নেশায়।

অথচ কি দেখো, ফলের জন্মদাতার করুণ পতন
অমৃত মধুর পেয়ালায় মধুর চুম্বনে সে মরে তখন।

ঝরে যায় সদ্যই কুসুমকলি ফলে না শস্য দানা
বিফল উদ্ভিদের সবুজ রঙে সঠিক সুর বাজে না।

কষ্টের সংবৃত রূপ বিস্ফোরণে বিজনে বরফ গলে
প্রকাশ্যে প্রেমের টানে কষ্টকে দারুণ আড়াল করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন