পৃষ্ঠাসমূহ

খেদ

খেদ
আবুল কাসেম তারা
=================
জোয়ারে লাল রঙা স্রোত বয়ে যায়
মাছ নেই জলে ভাসা শব দেখা যায়!
গাংচিল বালিহাঁস কেউ আসে না
জোয়ার আসে খাঁটি জল আসে না।

ডাকে না ভোরের পাখি মিষ্টি করে
গৃহ ছেড়ে পাখি থাকে অনেক দূরে!
কাকেরা দল বেঁধে করে কা-কা-কা
ঘুম ভেঙে কাকেদের গান শুনে যা।

ঘরে ঘরে গরিবেরা অনেক ধনী
ক্ষুধা পেলে খায় সবে সোনার খনি।
তেলে ডুবে স্নান করে অচিন পাখি
দোয়েলেরা দেখে বুঝে ভেজায় আঁখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন