পৃষ্ঠাসমূহ

একবার ছুঁয়ে দিলে

একবার ছুঁয়ে দিলে
আবুল কাসেম তারা
---------------------
তুমিতো জানো না, তুমি একবার ছুঁয়ে দিলে
কতবার সে ছোঁয়া লাগে মোর হৃদয় গহ্বরে!
সখি আমাদের প্রেম আমাদের মত বুঝি নয়!
আমি বাদামের ফুল থাকি কৃষ্ণচূড়ার কামনায়।

তোমার আমার মাঝামাঝি এক সীমানা প্রাচীর
আকাশের দেয়াল পেরিয়ে আছে বাতাসের নীড়।
সখি তোমার আমার আছে দু’টো অকপট জানালা
হেরি দুজনে দুজনার মমে, লাগে কামনার তপ্ত জ্বালা।

তুমিতো জানো না নিশির নিঃসঙ্গ মুহূর্তের কথা
ধীরে ধীরে যখন ঘিরে ধরে মধ্য রাতের স্তব্ধতা!
একটু একটু করে খুলতে থাকে তোমার পূর্ণ অবয়ব
প্রকর আলিঙ্গনে তুমি খুলে দাও তোমার সব ক’টি দোর।

স্বপ্ন ভঙ্গ হতে সুখ পাখি কখন যে বুক ছেড়ে যায়
মনের জানালা খুলে মন, সখি তোরে খুঁজে বেড়ায়!
আমাদের তীব্র বাসনা গুলো হেরি ছুঁই ছুঁই তবু অধরা
হয়তো এমনি করেই শেষ হয়ে যাবে একদিন জীবন ধারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন