পৃষ্ঠাসমূহ

তারপর

তারপর
আবুল কাসেম তারা
====
প্রথমে ঐ নামটি চোখে পড়ল,
যে নামটি তোমারই ছিল;
নামটি ভালোলাগল
আলাপ পরিচয় হল।

তারপর?

একটু একটু করে কথা হল
বন্ধুত্বে, সম্পর্কে সমাদৃত হল।

তারপর?

সম্পর্ক সমৃদ্ধ হল
রাগ অনুরাগে ধরিত্রীর চোখে জল গড়াল।
একটু খুঁজে না পাওয়ার যন্ত্রণা হল,
কষ্টরা তীব্র থেকে তীব্র হল।

তারপর?

অভিমান ভেঙে অবমুক্ত হল নির্মল আত্মা
আত্মা থেকে বেরিয়ে এল আর একটি চোখ

তারপর?

ত্রিনয়নে আবৃত হল কামনা বাসনা
একটুতেই অস্থির মোহনা।
এই জনমে যোজনে বিষাদের প্রতি লগনে
ঘুরেফিরে মোমের প্রদীপ গলবে জ্বলবে জীবনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন