পৃষ্ঠাসমূহ

গোলাপ তুমি ফুটবে যখন

গোলাপ তুমি ফুটবে যখন
আবুল কাসেম তারা
-----------------------
গোলাপ তুমি ফুটবে যখন-
বুঝবে অলি ডাকছো তখন।
মৌমাছিটি আসবে নাকো
ফুল যদি না ফুটো তুমি!

তুমি যখন চন্দ্রমুখী-
চন্দ্র ভেবে তোমায় দেখি!
তুমি যখন হাসি মুখে,
অমনি তখন জড়াই ঠোঁটে!

চোখের কোণে জলরাশি-
দেখে কাঁদে বুকের বাঁশি।
একটুখানি লাগলে ছোঁয়া,
লাগে মনে ভাবের মায়া!

কালো কেশের ভাজে ভাজে-
নয়ন দু’টো লুটিয়ে নাচে!
কাঁজল চোখের লুকোনো চাওয়া
লজ্জা রাঙা সুপ্ত মায়া পরম পাওয়া!

হাতের ছোঁয়া লাগলে হাতে-
লাগে ছোঁয়া কোমল বুকে!
বুকের ভাষা চোখে মুখে
মন কামনার ছবি আঁকে!

গোলাপ তুমি ফুটবে যখন-
নীল ভোমরা আসবে তখন।
গুনগুনিয়ে গাইবে না গান
ফুল যদি না ফুটো তুমি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন