পৃষ্ঠাসমূহ

মা আমায় বড্ড ভালোবাসে

মা আমায় বড্ড ভালোবাসে
আবুল কাসেম তারা
------------------------- ১লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ

আমার মা, ঘুরে ঘুরে ছয় রূপে আসে
আমার মা ছায়া দিয়ে, থাকে পাশে পাশে।
প্রতি রূপ, এমনই রূপ, জুড়িয়ে জড়িয়ে হাসে!
মা আমায় বড্ড ভালোবাসে!

একবার ফুল দিয়ে যায়,
টক টক কুল দিয়ে যায়,
একবার জল ফেলে কাঁদে,
একবার রাগে, একবার আহ্ণাদে।
আম-কাঁঠালের মৌ, মুখে তুলে দিয়ে হাসে!
মা আমায় বড্ড ভালোবাসে!

আজ মা নতুন শাড়িতে সেজেছে,
আঁচল জুড়ে আমি গড়াগাড়ি খাই,
মায়ের কোলের মত সুখ কোথাও নাই।
এক থালা পান্তা, চিমটি লবণ, সাথে একটি মরিচ
গরম তেল থেকে তোলা মাছটা দিয়ে বলে, খা!
খেয়ে-দেয়ে খোকা তুই যেথা খুশি যা।
আঁচল মুখে মা, মুখ লুকিয়ে হাসে!
মা আমায় বড্ড ভালোবাসে!

তোর প্রাণের সাথে আমার, বাঁধা রয়েছে প্রাণ।
বিধাতাই জানে, কেন কিসের টানে, গাই তোর গান।
বাজে সুর, দূর হতে কাছে, প্রাণের টানে টানে,
আমার মাতৃভক্তিকেও কেউ কেউ ল্যাং মারে কোনখানে!
মা হাসে, মলিন মুখটা দেখেই কোলে নিয়ে হাসে!
মা আমায় বড্ড ভালোবাসে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন