পৃষ্ঠাসমূহ

আলো

আলো
আবুল কাসেম তারা

তুই কিন্তু রে অস্ত গেলে আমি হবো কালো
অন্ধ নয়ন বুঝবে সেদিন  তুই ছিলিরে আলো।
এই যে আছিস আশে পাশে দেখলে জ্বলে গা
অস্ত গেলে বুঝবো সেদিন পুড়ে হব খাঁ।
এই জীবনে তুই যত দিন দেখবো আমি তোরে
অস্ত গেলে তোর মত আর দেখবো না রে চরে।
তাইতো মানুষ প্রেমের টানে করছে জীবন ক্ষয়
প্রেম ছাড়াকি কেউ কোন দিন একটি মানুষ হয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন