পৃষ্ঠাসমূহ

গান্ধি পোকা


আবুল কাসেম তারা

ভালবাসার সোনার কাঠি দিলাম তোমার হাতে
আমরা তোমার প্রজাপতি থাকবো দুধে ভাতে।
সেই তুমিই কাঠির মাথায় রঙ লাগিয়ে খেলো
প্রজাপতির বুকে ব্যাথা শোনছোনিগো হ্যালো?

হয়তো আজি প্রজার মাঝে হয়ে গেছো একটি রাজা
তুমি একটি মানুষ বটে এর চেয়েতো বেশি কিছু নও? 
তোমার আগে রাজাধিরাজ এখন তারা কোথায় আছে? 
একটু বুঝে পাও যদি তা তাদের তুমি একটু খবর লও।

হাড্ডি থেকে খসে খসে একেবারেই পঁচে যাওয়া
কিলবিল ঐ পঁচার পরে ছি! ছি! লাগা গন্ধ পোকা।
তার নাকি রে বড় বড় অহংকারের বাজনা বাজে
অথচ ঐ মরন এসে দেবেই তারে চরম ধোকা।

গান্ধি পোকার এতো কেন বড় বড় লোভের কাড়ি
মিথ্যে বুলি ছলাকলায় কেড়ে নেয় সে অলি গলি।
অহংকারী ছি! ছি! লাগে দেখ বলে দেখ পথচারী,
মিথ্যে কেন বলিস সোনা শোনাস কেন জরিজুরি?


রাজা হয়ে স্বরূপেরে আপন করে ভাবিস নারে
এখন কেন প্রজাদেরই মারিস রে তুই ধরে ধরে।
তুই কি ভাবিস তোর দেহটি মাটি চুষে খাবে নারে?
তোর কাঁধে কি দু’জন বসে সত্যি যা সব লিখে নারে?







গান্ধি পোকা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন