পৃষ্ঠাসমূহ

মৌ-চোরা

মৌ-চোরা
আবুল কাসেম তারা
----------------------
যখন দেখা যায় না তারে, তখন খুব দেখতে ইচ্ছে করে,
কিসের নেশায় তারে কেনইবা বার বার দেখতে ইচ্ছে করে!
যতবারই দেখি তারে, ততবারই যেন ধরতে ইচ্ছে করে,
কেন এমন হয়? কোন তাড়নায় তারে ধরতে ইচ্ছে করে?

আমি বহ্নিমান চিরায়ত শক্ত তপ্ত লোভী এক নীল ভোমরা,
আমার কি দোষ আছে বলো! আমিতো স্বভাবজাত মৌ-চোরা।
জানি ফুল চিরকালই আমার প্রতিক্ষায় দোর খুলে চেয়ে থাকে,
তার অপূর্ব রূপজ, গভীরের নিরেট মধু ইশারায় কাছে ডাকে।

আমি পাপ জানি না, আমার চক্ষু তারে প্রাণ ভরে দেখে,
চোখের অন্তরালেও প্রণয়ের টানে কেশর নেড়ে পরমাত্মাটাই দেখে।
কেউ কি বলতে পারো তার চাহনিতে কারো কভূ মন কাড়েনি?
তার কামনায়, কাছে টানার প্রত্যয়ে কারো হৃদয়ঙ্গম ঘটেনি?

যে সৃজিছেন এমন প্রকার করে, রূপ ও লোভের দারুণ অন্তরাল,
আমার কি দোষ বলো! তিনি কেন দেখার মত দুটো চক্ষু দিল!

1 টি মন্তব্য: