পৃষ্ঠাসমূহ

ডুমুরের ফুল

ডুমুরের ফুল
আবুল কাসেম তারা
-----------------------
কোন দিন অলক্ষ্যে এসো
মৃণালিনী, এই শিশির জমা চোখের ভাষা নিয়ো বুঝে!
ধীরে ধীরে বয়ে যাওয়া জলে বরফ জমিয়ে
একটি পর্বত করে রাখছি এখানে।
ভেতরের কঠিন দহন রুদ্ধ করে দিয়ে
একদিন নীল চূড়ায় যবে বসবো গিয়ে,
আকাশের গায়ে আকাশটাই দেখবো বিমল
সঙ্গে রবে তোমার দেওয়া ডুমুরের ফুল!
এখানে সোনার ফুলদানিতে সাজানো গোলাপ
জানি কুঁচকে যাওয়া অবধি জড়িয়ে নেবে
অতঃপর গোলাপ অভিলাষীর পাত্রচ্যুত হয়ে
উচ্ছিষ্টে ঝরে যাও যদি অনাদরে তপ্ত হবে!
আমার এই রেখে যাওয়া বরফের পাহাড় গলে যাবে
গড়িয়ে যাবে ঠিক তোমার আহত অবয়বে!
কুঁচকে যাওয়া গোলাপী চরণে থামবে জলজ আধার
বুঝবে শীতল কেন লাগছে তখন বুঝবে আবার!
বাড়বে জোয়ারের জল ভাসবে তুমি
দেখবে অমোঘ কোণে রয়েছি আমি।
তখন হবে দেখা, হবে না কথা
শুধু লাগবে হৃদে ঝাঁঝরা ব্যাথা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন