পৃষ্ঠাসমূহ

তুমি এসো

তুমি এসো
আবুল কাসেম তারা
---------------------
হে সুনন্দা শুভ্র মল্লিকা! তুমি শুধু একবার এসো!
উপেক্ষার বাঁধন খুলে নীরবে নিঃসঙ্কোচে নিভৃতে এসো!
তোমার জন্য এখানে কাঁচা মাটির পথ খুলে রেখেছি
কোমল দূর্বাঘাসের সবুজ গালিচায় নীহার ছড়িয়েছি।
যখন আসবে তুমি দেখবে একটি বিস্তৃত সরোবর
আছে বুকের তরল আয়নাতে দৃষ্টির প্রণয় গহ্বর।

মম সরোবরের শীতল সলিলে তব চরণ ধুয়ে নিলে
ক্ষণিক সরল ধুলো বুকে লাগবে যখন বুঝব এসেছিলে।
হৃদের তল্লাটে ঘুমন্ত মানিক ঘুমভেঙে হাত বাড়াবে
হাসবে পদ্মলোচন সরোবরে শতদল বিনম্রে উত্থিবে।
তুমি এসো, শুধু একবার আমার প্রেমলোভা চত্বরে
এসো প্রাচীর পেরিয়ে দুপুরে, নয়তো অন্তিম দুয়ারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন