পৃষ্ঠাসমূহ

একদিন ঘুম থেকে উঠে

একদিন ঘুম থেকে উঠে
আবুল কাসেম তারা
----------------------------------
একদিন ঘুম থেকে উঠে শোনবে হয়তো তুমি,
আমি নেই!
আমার চিরায়ত ডাক তোমার মনে বাজবে যখন
ঠিক তখন,
কোন এক অজ্ঞাত নাম্বার থেকে জানাবে তুমি
দাও মুক্তিপন!
নয়তো ঐ টুকুও শোনার আগেই জানবে তুমি
হয়ে গেছি গুম!

খুনের নাটাই জানবে সেদিন ঘুঁড়ি রয়েছে কোথায়
জানবে না কেউ!
মাটির গভীরে, নয়তো কোন পঁচা জলমগ্ন ডোবায়
লাশ পাবে কেউ!

একদিন ঘুম থেকে উঠে শোনবে হয়তো তুমি,
আমি নেই!
কোন এক মানব-প্রাচীরে কেউ হেনেছে আঘাত
মাটিতে আমি!
লাশের মিছিলে কোন এক লেখকের টুকরো কাগজ
দাঁড়িয়ে তুমি!
জখমের চেয়ে থাকা ক্ষত চিহ্ণ গুলো নাড়তে গিয়ে
দেখবে রয়েছি আমি!

সোনার আঁচলে থাকার বডড মায়া তাই
সোনার গল্প লিখছে কলম।
সজনের পানে নিরন্তর ছুঁটে চলা চরণ যুগল
কভূ অন্যায় পথ করেনা বরণ।

একদিন রাতের অন্ধকারে হয়তোবা কেউ ঘর থেকে
পুলিশের গোয়েন্দা বেশে,
নীল রঙা জীপে চেপে নিয়ে যাবে কোন অজ্ঞাত পথে
হয়তোবা মৃত্যুর দেশে!
তখন থেকেই খুঁজবে কাছাকাছি পুলিশ কাস্টডিতে
মিলবে না এপাশ ওপাশ!
নিরাশ মনে ফিরে দেখবে তুমি শিশু কেঁদে কেঁদে বলছে,
এইতো এসেছে বাবার লাশ!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন