পৃষ্ঠাসমূহ

কথা রাখনি

কথা রাখোনি
আবুল কাসেম তারা
-------------------

কথা ছিল প্রভাতের কুয়াশায় ভিজে অপেক্ষা করবে,
দিন গড়িয়ে যাবে তবু রাত অবধি ঠায় দাঁড়িয়ে রবে।
তাইতো জানালা খুলে রেখেছিলাম তুমি আসবে বলে,
তুমি এসেছিলে দৃষ্টি দু’টো ছুঁয়ে ভালবাসি বলেছিলে,
অসীম‍ সীমানাটা সেদিন ভেবেছিলাম তুমি দিয়েছিলে।

সেই আশ্বাস আজো আঁধারে জোনাকির মত জ্বলে,
কুয়াশার ভোর আজো দেখি, শুধু জানি তুমি এসেছিলে,
কালের পথ পেড়িয়ে আজো ভাবি, তুমি যা বলেছিলে,
শিউলি তলে দাঁড়িয়ে চাঁদ দেখি আজো চাঁদ জানেনি,
শুধু জানি তুমি ভালবেসে কথা দিয়ে কথা রাখোনি।

বলেছিলে আসবে আসুক ঝড় নয়তো কঠিন বাঁধা,
ঝড় পেড়িয়ে বাঁধা গুঁড়িয়ে দিয়ে গড়বে কৃষ্ণ-রাধা।
বাঁশি বেজেও বাজল না সুরের শ্রতা হয়ে আসনি,
আজো কদম তলে দাঁড়িয়ে প্রতীক্ষমাণ তুমি ফেরনি,
শুধু জানি তুমি ভালবেসে কথা দিয়ে কথা রাখোনি।


কথা রাখনি




1 টি মন্তব্য:

  1. Thank you so much for featuring my image on your blog post! It would be great if you can attach a do follow link to my website. https://www.mihai-medves.com

    উত্তরমুছুন