পৃষ্ঠাসমূহ

কোরবানী


কোরবানী
আবুল কাসেম তারা

প্রাণ দান করে দেহখানি সহ আপনারে করে লয়,
ভালবাসা যাকে বলে ভালবাসা তারে কয়।

প্রাণের বন্ধু আমার শুধু প্রেম টুকু পেতে চায়,
প্রাণের বন্ধুরে প্রাণ ছাড়া কি আর কিছু দেয়া যায়?

গহীন প্রেমের টানে এই আস্ত আমি যত টুকু আছি,
মায়া কায়া ছায়া নিয়ে চোখ মুদে বন্ধুর কাছে ছুঁটে আসি।
মাথানত করে চোখে জল নিয়ে প্রাণপ্রিয় বন্ধুরে বলি,
এই আস্ত আমাকেই আমায় একদিন দিয়েছিলে তুলি।

প্রাণের বন্ধুরে ভালবেসে এমন প্রেম দেব কোথা খুঁজে পাই
আমার আমি এই আস্তটি ছাড়া দেবার মত কিছু নাই।

তুমি চক্ষু খোল দেখো তোমার জন্য কি এনেছি।
উর্ধ্বমুখো হয়ে চেয়ে দেখো কত দূর থেকে এসেছি।
বন্ধু তব প্রেমের কোরবানী ধারায় পশুত্বের লয় হয়ে গেছে-
চক্ষু খুলে দেখো বিশাল আকাশটা এই সামনে দাঁড়িয়ে আছে।

প্রাণ দান করে দেহখানি সহ আপনারে করে লয়,
ভালবাসা যাকে বলে ভালবাসা তারে কয়।


কোরবানী




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন