পৃষ্ঠাসমূহ

রেখে গেলাম

রেখে গেলাম
আবুল কাসেম তারা
---------------------
পাবো বলেই তোমার পিছু অদ্যাবধি ছুঁটে ছিলাম,
স্বপ্ন দেখে কতটা পথ এই আমিটি এসে ছিলাম।
অবজ্ঞাতে অবগাহন করতে হবে এই আমাকে,
বুঝিনিতো বুকের জমি একটু ফিরে দেখবে নাযে।

সোনামনি যাচ্ছি চলে চেয়োনা মোর যাত্রা পথে,
তোমায় কভূ সাধবোনা আর একটুখানি এই আমাকে।
আমার ছায়া তোমার পিছু দেখবেনাতো একটু কিছু,
ছোঁটবেনা আর তিক্ত লগন ওমনি করে তোমার পিছু।

তোমা হতে বহু দূরে অন্ধ গলির শেষ সীমানায়,
দু’টো নদী বয়ে যেথায় মিলে যাবে আপন হিয়ায়।
স্বপ্ন গুলো দেখে গেলাম তীব্রাবেগে নদীর স্রোতে,
ভালবাসা রেখে গেলাম শেষ বেলাতে মলিন চোখে।

রেখে গেলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন