পৃষ্ঠাসমূহ

তসবিহ‌’র অভিশাপ

তসবিহ‌’র অভিশাপ
আবুল কাসেম তারা
----------------------

খোঁজো যদি দুই হাতে চল্লিশ টি সংখ্যা পাবে,
তবে তসবিহ্ গুণার গুটির কি প্রয়োজন আছে?
যার সাধনে গুণবে গুটি সেতো থাকে নীলাম্বরে,
তা তাকে-আমাকে দেখিয়ে কি সুফল পাবে?
মানুষতো মানুষই সেতো কখনো ইবলিশ নয়,
ইবলিশ ঈমানদার বেশে জানি মানুষ ঠকায়!
এবার বলো, তসবিহ্ টা আমায় দেখাও কেন?
এসেছো ভিক্ষে চাইতে তসবিহ্ কি আমার জন্য?

চারদিকে ধর্মের মোড়কে ভন্ডরা পেতেছে ফাঁদ!
লন্ডভন্ড অতি অজ্ঞ ধার্মিক ধরছে তাদের হাত।
চলছে পীর ব্যবসা থেকে বিস্ময়কর রাজনীতি!
সব’ই ধর্মের তিলক লাগিয়ে সাজছে প্রজাপতি।
জানে না,  প্রভূ আরশ হতে আত্মাতে চেয়ে থাকে!
এত নিকট সত্ত্বেও অজ্ঞরা আঁটকে ভন্ডের ফাঁকে!
প্রতারণায় ধর্মের টোপ বাড়ছে ঘোলাট আকার,
ছদ্ম সহজলব্ধে করছে ঘোলা জলে মৎস্য শিকার।

খোঁজো যদি দুই হাতে চল্লিশ টি সংখ্যা পাবে,
তবে তসবিহ্ গুণার গুটির কি প্রয়োজন আছে?
প্রয়োজন! আছে আছে, এসব তুমি বুঝবে না!
এখানে বলদ সংগ্রহে তসবিহ্ ছাড়া সম্ভব না।
চারদিকে ধর্মের মোড়কে ভন্ডরা রেখেছে ফাঁদ,
লন্ডভন্ড অতি অজ্ঞ ধার্মিক ধরছে তাদের হাত।
প্রতারণা বাসা বাঁধছে সর্বোচ্চ মস্তিস্ক চূড়ায়,
তসবিহ’র অভিশাপ ছাড়া যা ক্ষয় হবার নয়!

তসবিহ‌’র অভিশাপ


1 টি মন্তব্য: