পৃষ্ঠাসমূহ

ক্ষত

ক্ষত
আবুল কাসেম তারা।
---------------------
এসেছিলাম তোমাদের মাঝে বাঁচবো বলে,
‘গণতন্ত্র’ নাম রেখে এই ভূমিতে ছেড়ে দিলে।
এই আমিই সুখে হাসতে চেয়ে হেসেছি যত,
মুখটারে তালাবদ্ধ করে আজি করছো ক্ষত!
একটি হাঁতুড়ি দিলাম, সজোরে প্রহার করো,
না! ভূ-পৃষ্ঠে নয়, মারো আমার পৃষ্ঠে মারো!
যতক্ষন হাত কাঁপবে না, প্রেম জাগবে না,
মনুষ্যত্বের দৃষ্টি দিয়ে যতক্ষণ জল গড়াবে না,
মারো তত সীমা পর্যন্ত, যতক্ষণ তুমি কাঁদবে না।
যতক্ষণ না ক্ষত চিহ্ন দেখে অসুর আহত হবে!
তাজা রক্ত ছিটকে গিয়ে সমস্ত গা জড়াবে!
চিৎকার করে তোমারই বলতে ইচ্ছে হবে,
ভালবাসি তোমায় ভালবাসি বলে জড়াবে।
তখন বুঝবো আমি, অসুর মরেছে ঐ রাঙা পর্বতে,
মারো! যতক্ষণ না মায়া লাগবে তোমার সত্তাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন