পৃষ্ঠাসমূহ

চিত্র প্রেম

চিত্র প্রেম
আবুল কাসেম তারা
=============
কত আশ্বাস ছিল তোমার,
আমার অজান্তেই চলে গেলে,
বলে গেলে না।


তুমি পটে আঁকা ছবির মত
হৃদয়ের বিচিত্র পত্তরে
চিত্রিত আছো।

তাই আমার
মহাশূণ্যের জীর্ণ হৃদয়ে
অহরহ হৃদয়ঙ্গম ঘটে।

মাটির পৃথিবীতে
হে দারুণ স্পৃহাময় মানবী
তুমি পাশাপ‍াশি আছো।

আমিত মানব,
আড়ালে থেকেও তুমি আমার
লক্ষভ্রষ্ট হতে পারনি।

সেরূপে চিত্রিত হয়ে
ভাবনা মাঝে বেকূল আবেগ আলয়ে
দোলা দাও কেন?

আমি যে ব্যথা পাই,
আমার যন্ত্রনা হয়, কিযে যন্ত্রনা,
যা বলবার নয়!

আমার অসহায় ভালবাসা
আর বাসনাগুলো হৃদয়ে
হৃদয়ঙ্গম করে চলছে যেন।

যে চিত্র আমাতে আঁকা,
যা শুধু আমিই দেখি
স্রোতময় নদীর ধারার চিত্রের মত।

হয়তো কোন এক বরষায়
তোমার জল ও স্রোতের তীব্রতা
চিত্রের বাস্তবতাকে খুঁজবে।

হয়তোবা পুষ্পিত চিত্রের মত
আমি তোমার
সামনে এসে দাঁড়াবো।

তোমার হৃদয়ে
বরষার জল হয়ে ঝরে গড়িয়ে যাবে
আমার আঁধার কাননে।

যে প্রেম চিত্র হয়ে যায়,
তা থেকে জল, অবশেষে স্রোতের সৃষ্টি হয়ে
ভাসিয়ে নিয়ে যায়।

তা শুধু চিত্র প্রেম,
আমাকে সে প্রেম তুমি দিওনা,
তার ব্যথা ভার আমি সইতে পারবো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন