পৃষ্ঠাসমূহ

ফিরবো না

 ফিরবো না
আবুল কাসেম তারা
-------------------

চলে গেলে ফিরবো না-
ভেবোনা এ আমার অভিমান।
কোথায় যাবো জানা নেই, শুধু জানি কভূ ফেরা হবে না।
আকাশের পরে আকাশ সেখান থেকে সীমাহীন পথ,
আমিতো কভূ আমাকেই দেখিনি, আমি কে তাও জানি না।

চলে যাবার আগে-
পারো যদি ভালবাসতে দাও।
না হয় ভালবেসোনা আমায়, তবো দেখতে বাধা দিও না।
মনে রেখো এই টুকু সাথে নিয়ে বয়ে যাবো তত দূর,
নীল গন্তব্যের পথে আমিতো একাই রবো, শুধু তুমি রবে না।

যদি একাই থাকতে হবে-
এই ক্ষীণ পথে হাতটি ধরো।
দু’জনেরে সমভাগ করো, আছো অবধি হাত ছেড়ো না।
তোমাকে ছাড়া এ দুঃখ আমার বয়ে যাবে তত দূর,
যত দূর, দূর থেকে দূরে, সমতল থেকে দেখা যাবে না।

সুখী, দুঃখী, ধনী, দারিদ্রে-
রাজা, রাজাধিরাজ সবইতো মানুষ।
সবইতো একই রূপে অদৃশ্যে উড়ন্ত পালক, কেউ রবে না।
তবে কেন নশ্বর অক্ষটি পেতে চায় এত কিছু, ছুঁটে বহুদূর,
সবইতো রেখে যায়, নিজের মাঝে নিজেও থাকতে পারে না।


ফিরবো না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন