পৃষ্ঠাসমূহ

কল্পনার মত লাগে

কল্পনার মত লাগে
আবুল কাসেম তারা ০২-১২-১৬
----------------------
আমার সবকিছুই যেন কল্পনার মত লাগে!
একটি লাল লঙ্কা, সাথে একটু নুন
টক’টারে মধুর চেয়েও স্বাদ করে দিল।
না ঝাল, না ক্ষার, না টক, কোনটাই হল না,
যাতে স্বাদ ছাড়া মনটা আর কিছুই পেল না।

ভেবেছিুলুম এ একটি আস্ত তেতো!
তেতো তো তেতোই, তার আবার স্বাদ আছে নাকি?
খাঁটি তেল, একটু লবন, পেঁয়াজ কুচি দিয়ে
ভাবলাম কাঁচা লঙ্কা, সাথে টমেটো দিলে কেমন হবে?
আমার সবকিছুই যেন কল্পনার মত লাগে!
আস্ত তেতো সবজিটাই তাই অমৃত হয়ে ডাকে।

এই পৃথিবীতে স্বাদ বস্তু বলে একক কিছুই নেই।
স্বাদ পেতে হলে, ঝাল, টক, তেতোতেই আছে।
অথর্ব জানেনা স্বাদ পেতে হলে স্বাদ থাকে হাতের কাছে।
পৃথিবীতে স্বাদহীন কিছু নেই, স্বাদ কল্পনার অপূর্ব সৃষ্টি,
নিপূণ পথিকের কল্পিত সৃষ্টি হয়ে ঝরেপড়ে স্বাদের বৃষ্টি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন