পৃষ্ঠাসমূহ

অমোঘ মনের খেয়ালে

অমোঘ মনের খেয়ালে
আবুল কাসেম তারা
============
একান্তই আপনার নিত্যকার
একটি সুদৃশ্য কাঁচের পেয়ালে
তাতে চুমুক দিয়ে নিগূঢ় স্বাদ পেয়েছি!
ওতে টলটলে জল যেন মধু হয়ে যেতো
তাইতো ঐ কাঁচের পেয়ালাটা নিয়েছি।
তার অনন্য ব্যবহারে তাকে তৃষ্ণায় খুঁজেছি-
কখন একটু অবহেলায়
সে যে আচমকা ভেঙে চূর্ণ হল
এ মনে আফসোস রয়েই গেল!
সখের চকচকে কাঁচের পেয়ালা
সে ছিল তৃষিত প্রাণে ভাসানো ভেলা।
এর পর-
আর হলনা তাকে ছোঁয়া
ধুলোয় পতিত পরিত্যাক্ত তার নিকটে
আজ্ঞাতে যতবার পা ফেলেছি
তার শানিত আঘাতে
শেষ অবধি জখম হয়েছি!
অথচ সে তখনো অনন্য
স্মৃতিতে অম্লান
অমোঘ মনের খেয়ালে
সে রয়েই গেল
অনন্য মধুর পেয়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন