পৃষ্ঠাসমূহ

অঙ্গ চাষী

অঙ্গ চাষী
আবুল কাসেম তারা
------------------------
তুমি আমাকে অন্য যা'ই বলো, কবি বলো না।
এই যে লিখছি, যেখানে ছন্দ এসে ভীড় করে,
সেখানেই তুমি, তোমার অমলিন অস্তিত্ব-
পঙক্তির চুয়ে পড়া স্বাদ ও সুগন্ধে ডুবে যাওয়া চিত্ত।
আমি যখন লিখি, তোমার মুখ দেখেই লিখি,
তোমার চোখ থেকে কালি, কেশ থেকে ঢেউ,
ঠোঁট থেকে পরাগ, গাল থেকে প্রকর বাগ,
চিবুক থেকে নিয়ে নেই আরো ‍অবাক করা কিছু
আমার সরল বাক্য গুলো ছোটে সহর্ষে তব পিছু।
অবশ্যই তুমি যখন লজ্জায় মুখ ঘুরিয়ে ছোট-
কোমর থেকে নিয়ে নিই আরো একটি বাসনা,
তুমি তখন আমার আহ্বান ফেলতে পারো না।
আড়াআড়ি থমকে দাঁড়াতেই খুঁজে পাই নতুন ভাষা,
তোমার ললাটে লিখি কামনার সুদীর্ঘ কথা,
আড় চোখের উপর দিয়ে যুগল অবধি ছড়িয়ে কেশর-
আমি ঐ লুকায়িত দৃষ্টি থেকে চুষে নেই একটু হাসি,
তুমি আমাকে কবি বলো না, আমি তোমার অঙ্গ চাষী।
ফুল, পাখি, আলো, আঁধার কিছুই রাখিনা বাকি,
আমি আমার জন্যই তোমকে রচি, তোমাকেই দেখি।
তুমি আমাকে নগ্ন দেখো না, আমি তোমার অঙ্গ চাষী।
হে কবিতার তুমি! তোমায় যত বারই তাজ্জব রচি
ততবারই তোমায় হাতের মুঠোয় নিয়ে বলি, ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন