পৃষ্ঠাসমূহ

তুমি আসবে বলেই


তুমি আসবে বলেই
আবুল কাসেম তারা
==================
এই সুসজ্জিত বিস্তৃত মাটি, জল, ফুল, ফল, মহারূপ তোমাকে দিয়েছি
চেয়ে দেখো আস্ত এই আকাশটিই আমার।
ওগো মিষ্টি বালিকা! তোমার জন্য আমার আকাশের সীমানাটা রাখিনি,
তুমি আসবে বলেই।

তুমি আসবে বলে আজো চক্ষু দু’টো এক সেকেন্ডের জন্য বন্ধ করিনি,
অনিদ্র চোখ দু’টো তোমাতেই উৎসর্গ করেছি।
খুলে রেখেছি অহনির্শ হৃৎপিন্ডের অগণিত জানালা, প্রশস্থ সিংহদ্বার,
শুধু তুমি আসবে বলেই।

নীল পর্দাটায় চাঁদ তারা জ্বালিয়ে আলোকিত করেছি,
সবুজ গালিচা, রাঙা পা দু’টো দিয়ে হেঁটে হেঁটে আসবে বলে বিছিয়েছি।
ফুলকে ফুঁটতে বলেছি, পাখিকে উড়ে উড়ে গাইতে বলেছি,
প্রজাপতিকে শত রঙে উড়িয়ে দিয়ে তবো প্রতিক্ষায় পথ চেয়ে আছি।

ঐ সুনীল আকাশ আর বিস্তৃত সবুজে যা কিছু দেখছো আমার,
কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তাঁকিয়ে দেখো আমি সহ সব কিছু তোমার।
ওগো মিষ্টি বালিকা তোমার জন্য আমার আকাশের সীমানাটা রাখিনি,
তবুও কি বলবে তুমি, তামোতে নিপূণ ভালোবাসা অর্পণ করিনি?



তুমি আসবে বলেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন