পৃষ্ঠাসমূহ

মিথ্যের সত্যায়ন

মিথ্যের সত্যায়ন
আবুল কাসেম তারা
----------------------
চুয়ে চুয়ে রক্ত ধারায় সোনার দেশটি প্লাবিত,
অতি সস্তায় জীবন নিধন হচ্ছে যে প্রচলিত।
সত্যকে হত্যা করেই চলছে মিথ্যের প্রচলন,
যাদুর কাঠির ছোঁয়ায় হচ্ছে মিথ্যের সত্যায়ন!
হাঁটি হাঁটি করে একোন হাটে এসে থামল চরণ,
সুলভে কেনা-বেচা হচ্ছে যে স্বাক্ষীর দু’নয়ন।
এখানে মৃত্যুর নাম প্রকারে প্রকারে রচিত হয়,
অপহরণ গুম খুন ক্রসফায়ার বন্দুকযুদ্ধ ভয়।
রক্ষক শূণ্যে দাঁড়িয়ে আলোর ফুল্কি নেড়ে হাসে,
ফাঁটা বাঁশে পিঁপড়ে গুলো আলো আঁধারে ফাঁসে।
কেউকি দেখছে কভূ ডুমুর বৃক্ষে ধরছে আঙুর!
ডুমুর ফুলে মধু খেতে কখনোকি বসছে ভ্রমর!
এহেন অদৃশ্য বহু কিছুই কেউ কেউ দেখেফেলে,
হলুদ পর্দাগুলো নির্দেশিত দৃশ্যগুলোর ছবি তুলে। 
হাত পা মুখবিবর বেধে দিয়ে চক্ষু রেখেছে খুলি, 
যা কিছু হচ্ছে তা সত্য নয়, যা সত্য যাও ভুলি।
বোবা মানুষের শত্রু নেই স্বীয় দুঃখটা সেখানেই,
সহসা জমাট ভাষা বিষ্ফোরনে শত্রুর রক্ষা নেই।
দৃঢ় সত্য আর কত ঘুমুবে মিথ্যের বিছানায়?
আর কত প্রাণ পাঠাতে হবে তোমার ঠিকানায়!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন