পৃষ্ঠাসমূহ

সত্য

সত্য
আবুল কাসেম তারা
===============

সত্য! আমি এত শক্তি পাই কোথথেকে জানো?
যবে থেকে তোমার সুধা প্রবাহ আমার মাঝ দিয়ে একনিষ্ঠে প্রবাহিত,
যবে থেকে তোমার অতন্দ্র প্রহরী হয়ে এই সুসজ্জিত ধারাপাতে চারিত,
যবে থেকে স্বেচ্ছায় তোমাকে লালন করতে চেয়ে আমি আমার মৃত্যুকে করেছি ব্রত।

সত্য! আমি এত উচ্ছসিত কোথথেকে জানো?
তোমার উপর আছড়ে পড়া অন্যায় আর মিথ্যের বাড়াবাড়ি,
তোমার উপর চড়ে থাকা সর্বনাশী বাচাল আর স্বার্থপরের কাড়াকাড়ি,
তুমি কষ্ট করো তবে সহ্য করে তোমার ন্যায্য ঘাতে বিনাশীর দেহটিরে চূর্ণ কর কড়াকড়ি।

সত্য! আমি তোমায় বিশ্বাসী কোথথেকে জানো?
যে দেশটি তোমাকে সাঙ্গ করে সাম্যের বুনিয়াদ গড়ছে।

যে দেশটির রাজা তার আপন হৃদে প্রজার ভালবাসাকে পুঁজি করে হাসছে।
রাজা তার একটু ভুলের পরিতাপে সোনার আসনটি ছেড়ে দিয়ে সুখের সাগরে ভাসছে।

সত্য! আমার নির্ভয়তা কোথথেকে জানো?

জন্মিবা কালে দেয়া প্রতিশ্রুতি সদা সত্যটি  যা শেষ ভাটে গিয়ে থামবে।
হোক তা একটু আগে কিংবা পরে, প্রতিজ্ঞার শেষটুকু যে হয় নিশ্চিৎ তোমার অনুরূপে।
ক্ষণকালের অপদার্থ বাসনাকে ফেলে দিলাম যাতে নিচ্ছিদ্র গহীণ অন্ধকারে প্রশান্তিতে ঘুমুতে দেবে।

সত্য! আমার দুঃখটা কি জানো?
যেখানে দাঁড়িয়ে সকল হতভাগ্য মানুষেরা চেয়ে আছে একটু সুখের আশায়,
ঘর্মঝরা নগদ অর্থ আর গৃহরক্ষায় অস্ত্র দিয়ে যাকে প্রহরী নিয়োগ করলাম নিজ বাসায়,
অথচ  গৃহ মাঝেই আমার দেয়া সেই অস্ত্রটি আমার বুকেই চেপে ধরছে প্রিয় প্রহরী স্বার্থের নেশায়।

সত্য! আমার প্রার্থনা কি জানো?
আমার চরন তলের মাটিকে তুমি তোমার সত্যের মহিমায় উর্বর করো।
লোলুপি প্রহরীর লালসাকে তুমি তোমার সত্যের মহিমা দিয়ে ধূয়ে মুছে পবিত্র করো।
স্বার্থপর প্রজাপালকে নিঃস্বার্থ ত্যাগের মহিমায় বলিয়ান করে তোমার অপূর্ব সত্য দিয়ে আবির্ভূত করো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন