পৃষ্ঠাসমূহ

সোনা রঙা বক্তাবলী

সোনা রঙা বক্তাবলী
আবুল কাসেম তারা
===============
বুলবুলি তোর নিবাস কিরে সোনা রঙা বক্তাবলী?
কুল কাঁটাতে আঁকড়ে থাকা স্বর্ণলাতার অলিগলি।
গোপাল বাবুর নগর দিয়ে রাজাপুরে রাজার বাড়ি,
সেখান থেকে কালীর নগর সীমান্ত শেষ তালতলী।

আকবর আলীর নগর দিয়ে প্রতাপ বাবুর বাড়ি যাবে,
সেখান থেকে থামবে’না ভাই মধ্যখানে নগর আছে।
দখিন দিকে হেঁটে হেঁটে চলে যাবে বোনের বাড়ি,
গঙ্গা-লক্ষ্মীর শ্বশুর বাড়ি কানাই বাবুর মধূর হাড়ি।

রাঁধার বাঁধা কৃষ্ণ নগর প্রসন্ন তার আপন ভ্রাতা,
বয়রাগাদী পেরিয়ে গিয়ে মীরগঞ্জে দিস একটু হাঁটা।
চর ইন্দ্রাদী গড়কূলে আর ছমিরনগর নেইতো গাড়ি,
আলী মিয়ার টেক পেরিয়ে ফিরে আসিস রামের বাড়ি।

কানাই বাবুর বটের তলে ঘুমিয়ে আছে পরাণ পাখি,
একে একে দেখবে যদি ভিজে যাবে সোনার আঁখি।
বুলবুলিরা এখান থেকে অন্ধ নয়ন আলো করে,
ব্যাথার দামে কেনা ভিটেয় রক্ত রবির মশাল জ্বলে।

সোনা রঙা বক্তাবলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন