পৃষ্ঠাসমূহ

বন্ধু!

বন্ধু!
আবুল কাসেম তারা
------------------------
বন্ধু! তুমি বিনে আমার মূল্য কি আছে!?
হতে পারো তুমি যে কোন বয়সের,
যে কোন লিঙ্গেল বা বর্ণের।

একটি ছোট্ট শিশু থেকে চরম বৃদ্ধ পর্যন্ত,
তুমি হতে পারো কালো সাদা রঙের,
হতে পারো ধনী-দরিদ্র সম্পর্কের।

পরস্পর সব কিছুইতো বন্ধুর মত আছে।
আলো-ছাঁয়া, প্রকৃতি মিলে মিতালী করেছে,
যদি না ডাকো, না আসি তোমার কাছে,
বন্ধু! তুমি বিনে আমার মূল্য কি আছে!

এই চির সত্য নশ্বর পৃথিবী যতটা সুন্দর, ততটাই নির্মম,
বাক্য, নিশ্বাস মিলে পুতুলকে দেয় ক্ষণিকের সম্ভ্রম,
পৃথিবীর মাটি পৃথিবীতে রেখে করে চির শূণ্যে গমন।
থেকে যায় শুভ্র ভালবাসায় মোড়ানো সোনলী কানন,
থেকে যায় কারো কিছু মন্দ, বিশ্রী, দুর্গন্ধ, নিষ্প্রভ বুনন।


বন্ধু!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন