পৃষ্ঠাসমূহ

দূর্গন্ধ!

দূর্গন্ধ!
আবুল কাসেম তারা
-------------------
ইদানিং ভাসা ভাসা শব্দের দূর্গন্ধ!
ভাষার অভদ্র প্রয়োগ,
বিতর্কের নগ্ন কোলাহল,
কাকের পাখনা গুলো কৃত্রিম ময়ূর পেখম।
কাককে কাক বলতে মানা, ময়ূরের হাসতে মানা,
ডোবার কোলা ব্যাঙ কখনো বাঘ সেজে দিচ্ছে হানা।
গান ছেড়ে কোকিল কাকের শব্দ গুলো করছে চয়ন,
দূর থেকে চেয়ে থাকে জলে ভেজা কতক শুদ্ধ নয়ন।

ইদানিং বিবেকে বিশ্রী দূর্গন্ধ!
সম্পর্ক গুলো যেন মরুদ্যানে মিলে যায়,
হলুদ পাখির কাছে তুলে দেওয়া নিজ প্রাণ,
প্রাণ থাকে না প্রাণে, ছুটে যায় বাজ পাখিটির টানে।
চুম্বনের শ্রেষ্ঠ ফুল কেঁদে কেঁদে মরে একাকি বৃদ্ধাশ্রমে!
জানি শকুনেরা মৃত খায়, মানুষ জ্যান্ত মানুষই চাবায়!
স্বর্গের চরণ তীক্ষ্ণ পাথরে থেঁতে থামে শেষ নিকেতন,
দূর থেকে চেয়ে থাকে জলে ভেজা কতক শুদ্ধ নয়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন