পৃষ্ঠাসমূহ

আবুল কাসেম তারা

আবুল কাসেম তারাতোর হৃদে মোর সুখের গৃহ

আমি এই পৃথিবীতে মা’কে সবচেয়ে বেশি ভালবাসি। পরম প্রতিপালক, সৃষ্টির অধীশ্বর, অনুপম প্রেমময়, শ্রেষ্ঠ করুণাময় পৃথিবীতে আমাকে এক উৎকৃষ্ট জান্নাতের টুকরা উপহার দিয়েছেন। মনেপ্রাণে  বিশ্বাস করি, এই পৃথিবীতে আমি জান্নাতের টুকরা থেকে ভূমিষ্ঠ হয়েছি। তিনি আমার মা। তিনি আমার জান্নাত। জান্নাতের লালনে, মমতা ও চুম্বনে আমি আমার শিশুত্ব, বাল্য, তারুণ্য অতিক্রম করে যৌবনে অধিষ্ঠিত। আমার এই অক্ষত দেহটি তাঁরই যত্নে প্রষ্ফুটিত।  পঁয়ত্রিশ বছর পূর্বে মায়ের দেহে ব্যাবহৃত  পুরাতন বস্ত্র গুলোতে আজও আম‍ার পরিত্যাক্ত  মল-মূত্র শুকিয়ে স্বাক্ষী হয়ে আছে। ভূমিষ্ঠকালিন আমারই দেওয়া আঘাতে বেদনাকাঁতর ক্ষত ও রক্তপ্রবাহ কখনো অস্বীকার করার মত নয়।  আমি তাঁর  রক্ত  ও দুগ্ধ পান করে আমারই শিরা-উপশিরাকে সঞ্চলিত করেছি। যে মা প্রতি মুহূর্তে আমাকে দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন,  একটু ব্যথা পেলে ব্যথা ‍অনুভব করে হতজ্ঞান হয়ে পড়েন, এমন দরদি মা’কে ছেড়ে আমি কি কখনো কোথাও একদন্ড থাকতে পারি?  তবুও বেঁচে থাকার তাগিদে মা’কে ছেড়ে বহূ দূরে যেতে হয়। মা’কে পৃথিবীর এ প্রান্তে রেখে ও’প্রান্তে গিয়ে থাকতে হয়। পাহাড় তূল্য সম্পদ কুড়িয়ে মায়ের হাতে তুলে দিয়েও মায়ের মুখ থেকে হাসি ফোটানো সম্ভব নয়। নিজ হাতে রান্না করে মা যখন আমার মুখে তুলে দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকেন এবং আমি খেয়ে তৃপ্তির হাসি প্রকাশ করি ঠিক তখনই মায়ের মুখে হাসি ফুটে উঠে। মায়ের হাসিতে গৃহজুড়ে সুখের আলো প্রজ্বলিত হয়। মায়ের হৃদয়’গৃহে আমার বসবাসের স্থানটি চির অক্ষয়, পরম তৃপ্তির এবং অম্লান সুখের। 

 

          ঠিক একই রকম গুণে গুণান্বিত আমার প্রিয় জন্মভূমি। যা’কিনা আমার ঠিকানা। এই অপূর্ব সোনাফলা দেশের নরম মাটিতে গড়িয়ে গড়িয়ে আমি দাড়াতে শিখেছি। বেঁচে থাকার জন্য এই মাটিই আমাকে আহারের যোগ‍ান দিচ্ছে। ফল, ফুল, আলয় কোন কিছুরই অভাব রাখেনি এই মাটি। আমার কাছে তার পরিচয় মাটির পাশাপশি মা’টি। এ আমার প্রিয় জননী, প্রিয় বাংলাদেশ।  আমার প্রিয় মা’টি তথা আমি আমার প্রিয় বাংলাদেশকে ভালোবাসি। এখানে এই মা মাটি মানুষের দেশে ভোরের পাখির ডাকে ঘুম ভাঙে। বৃক্ষ তলে কোকিলের গানে গনে মিষ্টি দুপুর উপভোগ করি। চাঁদ তারা খচিত স্বপ্নের রাত আসে। সমস্ত দিবসের সুখ দুঃখ সমাদৃত করে সুখে নিদ্রিত হই। ভোরের শিশির মাখা সোনালী সূর্যোদয়ের সাথে সাথে প্রকৃতি জেগে উঠে, সবকিছুর সাথে নতুন করে আমারও নতুনত্বের উদয় হয় । এই মা’টিতে জন্ম নিয়ে আজ অবধি মা’টি আমাকে বুকে আগলে রেখেছে। কোন একদিন আবার তার গর্ভেই ফিরিয়ে নেবে। ধর্মীয় প্রজ্ঞা মতে আমি আবার তার বুক থেকেই গজিয়ে উঠবো। তাইতো আমি আমার এই সোনালী জননী তথা প্রিয় মাতৃভূমি বাংলা মা’কে ভুলতে পারি না। আমার শ্রেষ্ঠ প্রেম, শ্রেষ্ঠ নীতি, চির অভাগী প্রিয় বাংলা মায়ের সরলা বুকে অর্পণ করে তারই অঙ্গে মিশে যাওয়ার প্রার্থনা করি। মাগো তুমি চিরন্তর ভাল থেকো, তোমার প্রকৃত সন্তানেরা কখনোই স্বার্থপর বা বেঈমান নয়। তোমার প্রকৃত সন্তান তোমার অন্য সন্তানদের ঠকাতে পারে না। কারো অধিকার জোর করে ভোগ করার মত তুমি এমন কোন সন্তান জন্ম দাওনি। কোন স্বার্থপর, মিথ্যেবাদী কখনোই তোমার সন্তান নয়।

-------------------------------------------------------------------------------------------------------------