পৃষ্ঠাসমূহ

নিখুঁত চোখ

নিখুঁত চোখ
আবুল কাসেম তারা
==============
বয়সটি কত তা জানার বিন্দু মাত্র ইচ্ছেটি নেই- হে ইন্দ্র!
সে কি তরুণ না কি তরুণী ওইটুকুই বোধের বিষয় মাত্র।
সে যে মৃত্যু অবধি নিখুঁত যুবা যুবতী, তাতে নিগূঢ় প্রেম আছে
দৃঢ় যৌবন যৌবনা, তার সীমানা জুড়ে কম্পিত উত্তাল তরঙ্গ আছে
সীমাহীন সুস্থ্যে বেঁচে থেকে চলার রয়েছে একাগ্র প্রত্যয়
তার মনোরথ চলে আশ্চর্য কোন তরুণ তুরগের ন্যায়
কুঁচকে যাওয়া অবয়ব থেকেও এক জোড়া নিখুঁত চোখ
অভিলাষে চেয়ে দেখে কোন এক ডাহুকের সুবর্ণ মুখ।
কামনার করিডোরে আচ্ছাদিতো হৃদ্যিক গুপ্ত চাওয়া
বয়স ত্রিশ, ষাট ভুলে যখন-তখন হয় একুশ পাওয়া।
এইতো জীবন একবারই আসে হঠাৎ সে চলে যায়
এই জীবনের বাঁকে বাঁকে কতশত ফুল মুকুলিত হয়
কত ফুল ফোটে, কত ফুল আশাহত হয়ে ঝরে যায়।
হে বন্ধু তুমি প্রাচীরের ওপার থেকে হাত বাড়িয়ে দিও
একটি গোলাপ ধরে রেখেছি, তুমি হাত বাড়িয়ে নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন