পৃষ্ঠাসমূহ

মানুষতো নয় ইলশে গুঁড়ি

মানুষতো নয় ইলশে গুঁড়ি
আবুল কাসেম তারা
----------------------
এই আলো, এই হাওয়ার মাঝে
মাথার উপর আকাশ নাচে।
সবুজ ঘাসের সোনার জমিন
ফুলে ফুলে রঙিন রঙিন।
মৌমাছিদের নিত্য কথায়
ঝরছে বারি রক্ত জবায়।

কাঁদছে ঘাটি, কাঁদছে মাটি,
স্বাধীনতার বাণীর গুটি,
অভিনেতা ছু‍ঁড়ছে ঢিলে
মারছে ছুড়ি স্বাধীন গলে।
আকাশ চেয়ে দেখছে সবি
দেখছে চেয়ে সোনার রবি।

এই মাটিরই কতো ছেলে
নিত্যকারই যাচ্ছে জেলে।
মাটির বুকে লাশের সিঁড়ি
হাসছে বাবু খাচ্ছে বিড়ি,
মানুষতো নয় ইলশে গুঁড়ি
বাবুরামের ভরছে ঝুড়ি।

শিকারিরা করছে শিকার
দেখছে না ঐ চাঁদের বুড়ি।
এই মাটিরই সমতলে
সবুজ ঘাসের মলিন হাসি,
গোলাপ কুড়ি কোথাও খুঁজে
পাচ্ছে না তার দারুণ মাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন