পৃষ্ঠাসমূহ

বিষাদ রাতে

বিষাদ রাতে
আবুল কাসেম তারা
--------------------
গগন নিষ্প্রভ হয়ে যায় ডাকে ফিসফিস অর্ণব
শুধু ঝিমিয়ে পড়ে প্রকান্ড পৃথিবীর প্রগাঢ় কলরব।
ঝিঁঝিঁ পোকা, ছত্রাক, লুকনো ব্যাঙেরা নিরাপদ পৃথিবী পায়
জোনাকির জ্বল জ্বল অলংকারে বনানী সুখে হারায়!
এই দৃষ্টি যুগল হয় আঁকার তুলি, আঁকে অপরূপা বিভাবরী
কর্ণকুহরে বসে চুপচাপ কেঁদে যায় রাতের সোনালী পরী।
প্রতিক্ষার বরিষণে ফিরে ফিরে চাহে নিভু নিভু আঁখি
এপারে নিঝুম নদী কত স্রোত বয়ে যায় দেখেনিতো সখি।
দুই দিকে ফিরে থাকা চোখের ধারা বহে একই দিকে
কাঙাল প্রেম নীরবে বয়ে যায় বিরহের বাঁকে বাঁকে।
এই একান্ত প্রেমের ভাঙাচুরা টুকরো সোনার কণা
বিজনে বিষাদ রাতে জড়ো হয়ে করে যায় করুণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন