পৃষ্ঠাসমূহ

শতরূপে স্বপ্ন বুনন

শতরূপে স্বপ্ন বুনন
আবুল কাসেম তারা
---------------------
এখনো বলিনি তারে ‘তোমাকে ভালবাসি’,
তাই এত অভিমান এত মলিন মুখো প্রিয়সী।
শখের প্রজাপতিটিকে তর্জনীতে রেখেছি
সে জানেনা তার শতরূপে কত স্বপ্ন বুনেছি।

যেখানে আত্মা, বৃত্তে আছে এক সোনালী মিনার,
অক্ষয় প্রাচীর, আঁটবাঁধা রয়েছে একটি ডিঙার।
নিরেট মৌ’পাত্রে প্রিয়সীকে রেখেছি সেই কবে,
সে বুঝবে যবে স্বর্গীয় ভালবাসা ধারায় লুটাবে।

অভিমানীর মলিন মুখখানা জানি প্রেমের পাথার,
একটু ছুঁয়ে দিলে ধুয়ে যায় সব কালচে আঁধারে।
কে বলছে পৃথিবীতে সুখ নেই, নেই কারো বিত্ত?
মনের মানুষের চুম্বনে ভরেনিকি কভূ কারো চিত্ত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন