পৃষ্ঠাসমূহ

টুস করে ফোঁস

 টুস করে ফোঁস
আবুল কাশেম তারা
-------------------
সেতুর মাঝ থেকে টুস করে পদ্মায় ফেলে দিলে-
বেঁচে ফিরে আসা তবে সম্ভব নয় !
যদি এমনই হয়, প্রাণ নিয়ে সংশয়-
তখন কী হবে উপায়?


মানুষতো মনে রাখে, লিখে রাখে মনের খাতায়....
বেলা শেষে রাত হয়, রাত যায় ভোর হয়,
বায়ূপথ ঘুরে যায়, দিশাহীন দিশা পেলে-
তখন বা কী হবে উপায়?


এখনোত ভাত খায়,
দাম দিয়ে তেল খায়, গোলমেলে হায় হায়...
তেল ডাল চাল মাল বেড়ে বেড়ে আগুনের গোল্লা,
কখন যে দলবেঁধে কামড়াবে আগুনে বল্লা?


উত্তরে বন্যা, ঘরে ঘরে কান্না,
ঘর বাড়ি ধান ক্ষেত ডুবেগেছে সঞ্চিত পান্না!
রাজকোষে টাকাকড়ি ডানা মেলে যায় উঁড়ি....
হৈ হৈ গর্ব, টুস করে ফেলে দিয়ে ফোঁস করে ধন্য?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন