পৃষ্ঠাসমূহ

নীল তারাটি দেখেছি

নীল তারাটি দেখেছি
আবুল কাসেম তারা (16-07-15)
====================

কাল যামিনীর আঁধারে-
নীল তাঁরাটি দেখেছি।
দেখতে দেখতে হঠাৎ করে  তারার পথটি ধরে ধরে-
নীল আলোতে মেলে ডানা আকাশে মিলেছি।
নীল তাঁরাটি দেখেছি।

জোনাকী ভেবে জ্বলতে দেখে-
অচিন রূপে খেলতে দেখে  মরীচিকা ভেবেছি।
দেখতে দেখেতে হঠাৎ করে অনুরাগে আমার পরে-
অভিমানে তার আসীন মম, তাকে ভুল ভেবেছি।
নীল তারাটি দেখেছি।

নীল রঙা তারাটি-
মরীচিকা সে নয় রেগে রেগে হল কাল।
সেযে জোনাকী ছিল না, তাই অভিমানে হোল লাল-
ভাঙবে কি অভিমান? নাহয় মরেছি।
নীল তারাটি দেখেছি।

হঠাৎ আঁধারে-
নীল তারাটি নেই, খুঁজে খুজে এই রাত-
আধারে আঁধারে হেঁটে হেঁটে শেষ আরাধনা করেছি।
হঠাৎ মেলেছে মুখ  তার আলোতে ভিজেছি।
নীল তারাটি দেখেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন