পৃষ্ঠাসমূহ

জিজ্ঞেসিতে পারি না

জিজ্ঞেসিতে পারি না
আবুল কাসেম তারা
--------------------

তোমাকে বলবোনা ’কেমন আছো?’ পোঁড়া চোখ সবই দেখছে-
চোখে দেখা তব অজস্র ক্ষত-নিগ্রহ নিয়ে মুখ পানে চেয়ে আছে।
লাল নিগ্রত দেহ রস আর তব ‌উঁহু শব্দে মোর হৃদয় কাঁদে
তব বুক থেকে তবু নিশ্বাস ফিস ফিস করে আমায় ডাকে।

ওহে অমৃত মায়া- অসহায় শিশুর প্রিয় মাতা, প্রিয় মাতৃভূমি!!
দেখি সবকিছু, লজ্জা! জিজ্ঞেসিতে পারি না, ‘কেমন আছো তুমি?’
যুগে যুগে শকুনেরা তব দেহটিরে সীমা হীন ছিঁড়ে ছিঁড়ে খায়
অধিকার অসহায়, হিংস্র হায়েনার ওদরেই অধিকার ক্ষয়ে যায়।

ওহে প্রেমময়ী- অপূর্ব শিশুর প্রিয় মাতা, প্রিয় মাতৃভূমি!!
দেখি সবকিছু, লজ্জা!
জিজ্ঞেসিতে পারি না, ‘কেমন আছো তুমি?’
তোমাতে জন্মে আমার যে সাধ সে সাধ পূর্ন হতে কত টুকু বাকি?
তব মায়া, তব প্রতিশ্রুতি, স্বপ্নের মত বার্তা দিয়ে দেয় ফাঁকি।

ওহে স্বপ্নময়ী- স্বপ্নচারী শিশুর প্রিয় মাতা, প্রিয় মাতৃভূমি!!
দেখি সবকিছু, লজ্জা!
জিজ্ঞেসিতে পারি না, ‘কেমন আছো তুমি?’
তবুও স্বপ্ন প্রষ্ফুটিত হোক, তব অভিশাপ নয় আশীর্বাদই থাক
মর্চের মত আঁকড়ে ধরা শকুনেরা তব অহিংসেই লুপ্ত হয়ে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন