পৃষ্ঠাসমূহ

আমাকে হাজার বছর বাঁচতে দে না

আমাকে হাজার বছর বাঁচতে দে না
আবুল কাসেম তারা
--------------------
আমাকে হাজার বছর বাঁচতে দে না
বেঁচে আমি সাধন করি।
তোর সাধনে মোর সাধনা
উড়াই আমার সাদা ঘুঁড়ি।
আমার ভূবন একটুখানি
ঘাস পোকাটা থাকে সাথে।
পঞ্চ যুগের পরে হয়তো
চলে যাবো তোরই হাতে।
নয়তো বলার এখানে শেষ
সাধন টুকু শিশির কণা।
যা ভালো মোর ভালয় হলে
মন্দ গুলো তুই ধরিস না।
আমি পরিব্রজা হতে পারি
দূর সীমানার পথটি ধরি।
আমাকে হাজার বছর বাঁচতে দে না
বেঁচে আমি সাধন করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন