পৃষ্ঠাসমূহ

তুমি নেই

তুমি নেই
আবুল কাসেম তারা
----------------------
কি যেন নেই, একটু আগেও ছিল, কি’জানি কোথায় গেল!
সব কিছুই তোমাকে নিয়ে, যখন বুঝতে পারি তুমি নেই,
খুঁজতে থাকি বাক্যহীন খোঁজা, তুমি আছো-তুমি নেই,
হৃদয়ের আয়নাটা নেই, অন্ধকারে কিঞ্চিৎ আলো নেই,
বাতাসের চঞ্চলতা নেই,
সবুজ প্রকৃতির রঙ নেই,
পাখির গান নেই,
আমি আমাতেও নেই।
কেন নেই, কি নেই?
শুধু তুমি নেই।
তুমি সত্যিই এমনই সই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন