পৃষ্ঠাসমূহ

প্রিয় বৎস

প্রিয় বৎস
আবুল কাসেম তারা
==============
প্রিয় বৎস ! তুমি আমায় স্বর্গে যেতে দিও
আমার দেয়া শিক্ষা গুলো বক্ষে ঢেলে নিও।

তোমার দ্বারা একটি মানুষ একটু ব্যথা পেলে
বইবো আমি নরক জালা পুড়বো বেদম জ্বলে।

তোমার দ্বারা দশের সেবা দেখবো শুয়ে সেথা
দশটি মুখের প্রার্থনা যে ছুঁটবে বেয়ে হেথা।

বৎস! তোমায় যত্ন করি বেদন কালে রত্ন পাবো বলে
রত্ন ভেবে স্বপ্ন দেখি আপন হিয়া তলে।

তোমার দ্বারা একটি প্রাণী একটু ব্যথা পেলে
স্বপ্ন আমার বর্জ জলের ডুববে অতল তলে।

তোমার দ্বারা দুঃখির সেবা দেখবো শুয়ে সেথা
দুঃখির প্রাণের প্রার্থনা যে ছুটবে বেয়ে হেথা।

প্রিয় বৎস ! তুমি আমায় স্বর্গে যেতে দিও
আমার দেয়া শিক্ষা গুলো বক্ষে ঢেলে নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন