পৃষ্ঠাসমূহ

হে অচেনা!

হে অচেনা!
আবুল কাসেম তারা (১১/০৫/২০১৫)
---------------------------------------
হে অচেনা! বিশ্বাস করো হে-
আমি জানতাম না তুমি কে?
তবু দীর্ঘ সময় আলাপন তোমাতে আমাতে।
যবে জানতে পেরেছি তোমা থেকে, তব লেখাটিতে-
কিছু বললাম না, যেন লজ্জা লেগেছে তাতে।
জানি কোনদিন দেখবোনা তোমায় তবু বার বার দেখা হবে-
তব বিবর্ণতা মোর কল্পিত তুলির টানে বর্ণে বর্ণে ছুঁয়ে যাবে।
জানিনাতো এই বর্ণলিপি একটু একটু করে কোন পথে হেঁটে যায়-
জানবে অচেনা, কিছু স্মৃতি মায়া হয়ে অম্লান রয়ে যায়।

1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর ব্লগ স্পুট তৈরী করেছেন। সত্যি অনেক কষ্ট করেছেন।

    উত্তরমুছুন