পৃষ্ঠাসমূহ

অবশিষ্ট জীবনের মর্ম পত্তরে

অবশিষ্ট জীবনের মর্ম পত্তরে
আবুল কাসেম তারা                                   
==============

তখন সূর্য্যিটি বিকেলের রেখাটিকে ভেদ করে
একটু এগিয়ে গেছে।
ছায়া রঙে আবির্ভূত এক বিশ উর্ধ্ব রমণী
পাশে দাঁড়িয়ে আছে।

দক্ষিণা হেঁচকা বায়ুর তালে তালে তার সুদীর্ঘ কেশ
ঢেউ খেলে উড়ছিল।
নির্লজ্জ চক্ষুটি মনের অজান্তেইে একপলক প্রেক্ষিয়ে

আলয় ফিরে এলো।

একটু পরে পাশ থেকে রমণীটি নিগূঢ় স্বরে
লাজুক লাজুক নয়নে।
শোনছেন! এই যে, আপনাকে বলছি আপনি কি করেন
আপনার বাড়ী কি এখানে?

আমি তাকালাম, মৃদু অষ্পষ্ট হাসি মুখে লেগে ছিল
বললাম হ্যা এখানেই, এইতো কাছাকাছি।
মসৃণ শ্যামবর্ণে চেকন সরু নাকখানি, ঠোঁট দুটো
আর অপূর্ব একজোড়া চোখের হাতছানি।

তার চোখ দুটো বলে দিচ্ছে সে একাকী চরম নিঃসঙ্গ
ঝড়ে বাসভাঙা আশ্রয় হীন পাখির মত।
তার ঠোঁট দুটো একটু এগিয়ে এসে বলতে চাচ্ছে
আজ এই একাকিত্বের আঁধার টুকু যদি পার করা যেতো!

জিজ্ঞেসিলাম কোথা হতে এসেছেন, কেউ কি এখানে আছে,
মুখখানা এতো চিন্তিত কেন?
কিছু বলতে চেয়েও বললনা, চিন্তামগ্ন মাটিতে চোখ রেখে

ফের চক্ষু তুলে তাকালেন।

ফের জিজ্ঞেসিলাম, বললাম ভয় নেই, আমাকে বলতে পারেন
তার পর আর একটু এগিয়ে গেলাম।
চোখের পরে চোখ জুড়ো রেখে, কেউ ছিলনা, যে ছিল সে নেই
চাচা ছিলেন, কাল তাকে হারালাম।

আমি উদ্ধিগ্ন, মর্মমিশ্রণে জিজ্ঞেসিলাম এখন কোথায় আছেন,
কিভাবে চলছে আপনার দিবা-রজনী?
বলল, যেটুকু আছে সাত দিন পর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে
কিভাবে কতদূর যাবো জানে অবনী।

সেদিন তার ক্ষনকালিন গন্তব্যের বর্ণনা শুনে এক টুকরো কাগজে
তার হস্তে লেখা গৃহ পরিচয়টি জেনে রাখি।
তাকে জানালাম আপনি আমার অতিথি, আজ না হয় থেকে যান
কাল পৌঁছে দেব বৈকি!

লাজুক ললনা আর একদিন আসার প্রতিশ্রুতি দিয়ে গন্তব্যের পথে
হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকাল।
সেইযে চলে গেল, গহীনের আবেগ বানী না প্রকাশিয়েই সে চলে গেল
ক্রমে ছায়া রঙে একাকার হয়ে শূণ্যে মিলে গেল।

আমিতো মানুষ। আমার প্রেমত্ম মনটিকে ‍বহন করে ছুঁটে যাই তার গন্তব্যে
সেদিন সে আর গৃহে ফিরে যায়নি।
পৃথিবীর আলো বাতাস, কাঙ্খিত স্বপ্নের বুনট আর আবেগমগ্ন সেই যাত্রা
তাকে আর আগামী দিনের জন্য বাঁচতে দেয়নি।

আমার গহীন সমুদ্রের নোনাজল উপচে উঠে বুকের মধ্যখানের 

কাঙ্খিত হৃৎপিন্ডটিকে নিঃশ্চল পাথর করে দিল ।
আমিতো মানুষ! সেই বিশ উর্ধ্ব রমণীর একদন্ড প্রেম 

আমার অবশিষ্ট জীবনের মর্ম পত্তরে খোদিত হয়ে রইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন