পৃষ্ঠাসমূহ

মাঝ রাতের স্বপ্ন

মাঝ রাতের স্বপ্ন
আবুল কাসেম তারা
--------------------
মাঝ রাতের স্বপ্ন গুলো দুঃখ দিয়ে যায়
স্বপ্নরা পাখা মেলে উড়তে শেখায়।
আসে চুপি চুপি নিদ্রিত বুকে,
জাগরনে সবকিছু ছাঁই হয়ে যায়।

যাকে দেখেছিলেম সহসা ছায়ার মত
দেখিনি তাকে কভু কাছাকাছি এত।
স্বপ্ন স্বাক্ষী আছে আবেগ মূর্ছে দিল
চুপি চুপি এসে নয়নে অধর ছুঁয়ে গেল।

স্বপ্নরা অন্ধকারে উড়তে শেখায়
মাঝ রাতে আঁধারেই যায় ফিরে যায়।
ঘুম ভেঙে দু’চোখে শূণ্য দেখে,
জাগরনে খুঁজে খুঁজে ক্ষয় হয়ে যায়।


মাঝ রাতের স্বপ্ন









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন